Combined 7 Bank Job Circular, Admit Card 2021
সমন্বিত ৭ ব্যাংকের অ্যাডমিট কার্ড প্রকাশ
সমন্বিত ৭ ব্যাংকের অ্যাডমিট কার্ড প্রকাশিত হচ্ছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট https://erecruitment.bb.org.bd/ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৭টি ব্যাংক এবং ১টি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। আবেদনকারীদের লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd) আপলোড করা হয়েছে। এ জন্য প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে ২৫ আগস্ট থেকে।
ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ৭টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠান হলো সোনালী ব্যাংক, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, বিকেবি, রাকাব, বিডিবিএল, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন। পদ ৮৬৮টি।
আগ্রহী প্রার্থীদের আগামী ২৫.০৮.২০২১ থেকে ১৫.০৯.২০২১ তারিখের মধ্যে শুধু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহের জন্য পরামর্শ দিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। পরীক্ষার তারিখ, সময় এবং পরীক্ষাকেন্দ্রের নাম ও ঠিকানা পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিকের মাধ্যমে প্রকাশ করা হবে। নির্ধারিত তারিখের পরে কোনো অবস্থাতেই প্রার্থীদের প্রবেশপত্র সংগ্রহের সুযোগ থাকবে না বলেও ব্যাংকার্স সিলেকশন কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

No comments:
Post a Comment